হাসি।
#হাসি☺
সবাই বলে হাসতে, হাসলে নাকি হার্ট ভালো থাকে, মন ভালো থাকে,, কেউ কেউ আবার ইংরেজিতে উক্তি দেয়,, হাসুন। শত কষ্টের মাঝেও নিজেকে খুশি রাখুন, হাসিখুশি থাকুন,
#কিন্তু সেই ব্যাক্তির কোন প্রিয় মানুষ / ফ্যামিলি মেম্বার / আত্মীয় স্বজন মারা গেলে তিনিই এই ছোট্ট কষ্টের মাঝে হাউমাউ করে / শব্দ করে কান্না করেন। এরকম কান্না করার ব্যাপারে রাসুল সাঃ বলেন,
"মৃত ব্যাক্তির আপনজনের কান্নার(শব্দ করে) কারণে মৃত ব্যাক্তিকে শাস্তি দেওয়া হবে।"[১]
একজন।মানুষ জানে যে মানুষের মরণ চিরন্তন সত্য। মরণ থেকে কেউ পালিয়ে থাকতে পারবে না।
এ সম্পর্কে আল্লাহ বলেন,
তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই; যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান কর। [২]
মানুষ মারা গেলে মন কাদবে,কিন্তু সেটি হতে হবে নিঃশব্দে।
মৃতব্যক্তির জন্য অহেতুক কান্না করে লাভ নেই, কান্না করলে আল্লাহর কাছে এজন্য কান্না করা যেতে পারে, যেন তিনি মৃত ব্যাক্তির ভুলগুলো ক্ষমা করে দেন, তার আযাব বন্ধ করে দেন, তাকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করান, ইত্যাদি।
কিন্তু শুধু আবেগে কান্না বৃথা।
কখনো উচ্চৈস্বরে হাসবেন না, হাসি এবং কান্নার সংমিশ্রণে মহান আল্লাহর বাণীঃ
"তোমরা কম হাসো, আর বেশি বেশি করে কাদো।"[৩]
আল্লাহর কাছে কান্নার কারণে বান্দার গুনাহ মাফ হয়, বান্দার দোয়া কবুল হয়,,
সুতরাং, মৃত ব্যাক্তির জন্য বৃথা কান্না + জোরে কান্না না করে আল্লাহর কাছে কান্না করে তার মাগফিরাত কামনা করুন।
#মানুষ_মাত্রই_ভুল🙏
-----------
১.সহীহ বুখারী তাওহীদ(আধুনিক প্রকাশনী, ইসলামিক ফাউন্ডেশন),১২৮৭(অধ্যায় ২৩/জানাযা);
২.সূরা নিসা(৪): আয়াত (৭৮);
৩. সুরা তাওবা(৯): আয়াত(৮২);
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ