দ্বীন ও তার অংশ
মেয়েরা সুগন্ধি ব্যাবহার করতে পারবে কিনা?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রাসূলুল্লাহ (সাঃ) মেয়েদের সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে কঠোরভাবে নিষেধ করেছেন।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
ﻛُﻞُّ ﻋَﻴْﻦٍ ﺯَﺍﻧِﻴَﺔٌ ﻭَﺍﻟْﻤَﺮْﺃَﺓُ ﺇِﺫَﺍ ﺍﺳْﺘَﻌْﻄَﺮَﺕْ ﻓَﻤَﺮَّﺕْ ﺑِﺎﻟْﻤَﺠْﻠِﺲِ ﻓَﻬِﻰَ ﺯَﺍﻧِﻴَﺔً.
‘প্রত্যেক চক্ষুই ব্যভিচার করে থাকে। আর মহিলা যদি সুগন্ধ ব্যবহার করে কোন (পুরুষদের) মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিনী’।[আবূ দাউদ/2688]
.
2)আবূ হুরাইরা রা: বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
« ﻣَﺎ ﻣِﻦَ ﺍﻣْﺮَﺃَﺓٍ ﺗَﺨْﺮُﺝُ ﺇِﻟَﻰ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻳَﻌْﺼِﻒُ ﺭِﻳﺤُﻬَﺎ ﻓَﻴَﻘْﺒَﻞُ ﺍﻟﻠَّﻪُ ﻣِﻨْﻬَﺎ ﺻَﻠَﺎﺗَﻬَﺎ ﺣَﺘَّﻰ ﺗَﺮْﺟِﻊَ ﺇِﻟَﻰ ﺑَﻴْﺘِﻬَﺎ ﻓَﺘَﻐْﺘَﺴِﻞَ »
“যদি কোনো নারী মাসজিদে গমন করার সময় তার সুগন্ধি প্রসারিত হয় তবে আল্লাহ তার সালাত কবুল করবেন না, যতক্ষণ না সে তার বাড়িতে ফিরে যেয়ে গোসল করে।” [বায়হাকী/৬০৯]
রাসূলুল্লাহ (সাঃ) মেয়েদের সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে কঠোরভাবে নিষেধ করেছেন।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
ﻛُﻞُّ ﻋَﻴْﻦٍ ﺯَﺍﻧِﻴَﺔٌ ﻭَﺍﻟْﻤَﺮْﺃَﺓُ ﺇِﺫَﺍ ﺍﺳْﺘَﻌْﻄَﺮَﺕْ ﻓَﻤَﺮَّﺕْ ﺑِﺎﻟْﻤَﺠْﻠِﺲِ ﻓَﻬِﻰَ ﺯَﺍﻧِﻴَﺔً.
‘প্রত্যেক চক্ষুই ব্যভিচার করে থাকে। আর মহিলা যদি সুগন্ধ ব্যবহার করে কোন (পুরুষদের) মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিনী’।[আবূ দাউদ/2688]
.
2)আবূ হুরাইরা রা: বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
« ﻣَﺎ ﻣِﻦَ ﺍﻣْﺮَﺃَﺓٍ ﺗَﺨْﺮُﺝُ ﺇِﻟَﻰ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻳَﻌْﺼِﻒُ ﺭِﻳﺤُﻬَﺎ ﻓَﻴَﻘْﺒَﻞُ ﺍﻟﻠَّﻪُ ﻣِﻨْﻬَﺎ ﺻَﻠَﺎﺗَﻬَﺎ ﺣَﺘَّﻰ ﺗَﺮْﺟِﻊَ ﺇِﻟَﻰ ﺑَﻴْﺘِﻬَﺎ ﻓَﺘَﻐْﺘَﺴِﻞَ »
“যদি কোনো নারী মাসজিদে গমন করার সময় তার সুগন্ধি প্রসারিত হয় তবে আল্লাহ তার সালাত কবুল করবেন না, যতক্ষণ না সে তার বাড়িতে ফিরে যেয়ে গোসল করে।” [বায়হাকী/৬০৯]
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ