Mohammad Ullah blog phot.


তোমার বয়স যখন ১৮ থেকে ২১ এর মধ্যে থাকবে তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবা।

তুমি অনেক ভুল করবা। তুমি ব্যার্থ হবা। তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করবা।

তুমি বাস্তবতা বুঝতে শুরু করবা। মাঝেমধ্যে তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না। তুমি অনেক কঠিন কঠিন পরিস্থিতি মধ্যে দিয়ে যাবা যেমন হতাশা একাকীত্ব তোমাকে ছাড়তে চাইবে না।

যাদের কে এ দুনিয়ার তুমি সবচেয়ে ভালো মানুষ জানতা তারা ও তোমার বিশ্বাস ভেঙে ফেলবে।

তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারপর তুমি অনেক কান্না করবা। তুমি এমন কিছু করবা যা করার চিন্তা তুমি কখনো করোই নি। সুইচাইড করার মত ফালতু চিন্তা তোমার মাথায় আসবে।

Gf/Bf তোমাকে ছেড়ে চলে যাবে

তুমি দিনের পর দিন ডিপ্রেশন এর মধ্যে দিয়ে যাবা। আমিও একই পরিস্থিতি মধ্যে দিয়ে গেছি। কোন মোটিভেশান তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষ টি সাথে কাটানো সময় তোমার মনে পড়বে। আর তুমি কষ্ট পেতে থাকবা। কিন্তু বেশিদিন না। ৬ মাস ১ বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবা। যে তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবা ওই মানুষ গুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি ওদের কে রিজেক্ট করবা & পিছনে ফিরে হাসবা ওদের কে দেখে।

সবকিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবা। তুমি তারপর থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবা। জীবন তোমাকে একটু কষ্ট দিবে কারণ নাহলে তুমি পৃথিবীর আসল রুপ চিনতে পারবা না। তোমাকে হতাশ হলে হবে না।

Mohammad Ullah