educated, uneducated, mohammad ullah


 আমরা মুলত #অজ্ঞই রয়ে গেলাম।🙁

--

আমরা আজ বড় বড় ভার্সিটি / প্রতিষ্ঠান থেকে খুব দামী দামী সার্টিফিকেট সংগ্রহ করছি।খুবই সম্মানজনক পেশায় আজ নিজেকে দেখে অনেক গর্ববোধ করছি।

আমরা আজ হিন্দি সিরিয়াল দেখতে দেখতে হিন্দি ভাষা নিমিষেই বুঝতে পারি।হিন্দিতে কথা বলতেও কোন সমস্যা হয় না। উর্দু ভাষাও শিখতে ভুল করিনাই আমি। বাস করি দেশের প্রায় শেষ প্রান্তে, রেডিও চালু করলেই নেপালী চ্যা

নেল ক্লিয়ার ভয়েসে চলে, সেই থেকে নেপালী ভাষাও পারি।কত ভাষার কোর্সও করেছি।ইংরেজির ব্যাকরণ আমার কাছে পানির মত!🤓


কিন্তু আফসোসের বিষয়, আমরা কয়জন পারি কুরআন শুদ্ধ করে পড়তে? কয়জন আরবী ভাষাটায় দক্ষ হতে পারছি? আমরা কি পারছি কুরআনের ভাষাটাকে রপ্ত করতে? পারলাম কি আরবির ব্যাকরণ টা বুঝতে?


আমরা লেগে আছি দুনিয়ার পিছনে। 

অথচ হাদিসে আছে "ইলম (দ্বীনি ইলম) অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ।" 

আমরা এই ফরজ বাদ দিয়ে নফল নিয়ে ব্যাস্ত। দুনিয়াবি শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ না। লক্ষ লক্ষ অশিক্ষিত (দুনিয়ার জ্ঞান নেই) মানুষ তার দৈনন্দিন আয় উপার্জন কোন না কোনভাবে করেই চলছে। 

তবে আপনি যদি অশিক্ষিত (দ্বীনি ইলমশুন্য)  হয়ে থাকেন আপনার আখেরাতের আয় উপার্জন হলো না।


এই ইলম অর্জন করতে হলে আপনাকে অবশ্যই কুরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে।


আর আমরা!  বিসিএস ক্যাডার, চাকুরীজীবি, সমাজপতি, আরো যত বড় ধরনের পদ আছে তা আজ আমাদের দখলে। 


কিন্তু আপনি কি জানেন! আখেরাতের ভাষা আরবি। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি দিয়ে আপনি দুনিয়াবি সাফল্য অর্জন করতে পারবেন। আমি বলছি না যে আপনি বাংলা, ইংরেজি শিখবেন না,, আমি বলতে চাচ্ছি আমাদের আসল উদ্দেশ্য হলো আখেরাতে নাজাত পাওয়া, আখেরাতের জন্য কিছু অর্জন করা। 


ক্ষণিকের দুনিয়ার জন্য চিরস্থায়ী আখেরাত ধ্বংস করা বুদ্ধিমানের কাজ নয়।


আমাদের উচিত আমরা আমাদের আসল উদ্দেশ্য হাসিল করার জন্য যা করা দরকার তা ই করা।


#আমরা যারা কুরআন শুদ্ধ করে পড়তে জানি না,  তারা আজ থেকেই শুদ্ধ করার চর্চা শুরু করতে পারি। আজ যদি মহল্লার ইমামের কাছে গিয়ে কুরআন শিখতে/ দ্বীন শিখতে লজ্জা করেন,  মনে রাখবেন ঐ বিচার দিবসে আপনাকে তার চেয়েও বেশি লজ্জিত হতে হবে। তখন লজ্জিত হয়েও কোন লাভ হবে না। তখন আফসোসও করবেন। "হায়! আমি যদি আমার পুর্বের জীবনে এই দিনের জন্য কিছু অর্জন করতাম।"


আমরা মুলত অজ্ঞই রয়ে গেলাম।🙁


আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন

আমিন!


মানুষ মাত্রই ভুল।


©Mohammad Ullah