নাস্তিকদের যুক্তি খন্ডন
নাস্তিকদের উক-তি🙄
[ আল্লাহ মানুষ সৃষ্টি করে তাদের দিয়ে খারাপ কাজ করান কেন😠 ]
তারা বলে আল্লাহ যদি মানুষের ভাগ্য/সে কি করবে না করবে আগেই লিখে রাখেন তাহলে তিনিই তো নির্ধারণ করে দিলেন কে ভাল কাজ করবে আর কে খারাপ কাজ করবে।
👉দেখুন👇👇
আল্লাহ তায়ালা আপনাকে সৃষ্টি করে আপনাকে একটা ইচ্ছাশক্তি দিয়েছেন, আপনি সেই ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে ভাল রাস্তা / খারাপ রাস্তা বেছে নিবেন।
#ইচ্ছাশক্তি
ইচ্ছাশক্তি টা কেমন, সেটা আসলো কোথা থেকে?ইচ্ছাশক্তি তো তিনিই দিয়েছেন, সব সাজানো নাটক(নাউজুবিল্লাহ) এ নিয়ে আবার অনেকেই প্রশ্ন তুলেন।
👉মানুষের ইচ্ছাশক্তি বুঝানোর জন্য রোবট ভালো একটা উদাহরণ।
এখন বলবেন রোবটকে তো যা প্রোগ্রাম দেওয়া হয় তাই সে মেনে চলে। হ্যাঁ, সে তাই মানে, কিন্তু তার মধ্যেও একটা বিষয় আছে, আর সেটা হলো রেন্ডম(Random)। শব্দ টা চিনা চিনা লাগছে না? হ্যা, রোবট কে আপনি ৫-১০ টা রাস্তা দিয়ে Random প্রোগ্রাম চালু করে দেন, সে নিজের ইচ্ছামতো যে কোন একটাতে প্রবেশ করবে। মানুষও সেরকম, আমাদেরকে ইচ্ছাশক্তি এমনভাবেই দেওয়া হয়েছে যেভাবে আমরা ইচ্ছা করলে দ্বীনের পথে চলতে পারি, আবার ইচ্ছা করলে জাহান্নামের লেলিহান দাবালনের রাস্তাটাও বেছে নিতে পারি।
#আচ্ছা মানলাম রেন্ডমের কারণে আমরা নিজেই সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু সেটা আল্লাহ এত আগেই লিখলেন কিভাবে।
👉কুরআনে হাকিম এর অনেক জায়গায় বলা হয়েছে "আল্লাহ গোপন জানেন" আল্লাহ আলিমুল গায়েব"। তিনি বান্দার সব খবর জানেন। আপনি কি করবেন না করবেন, আপনার রেন্ডম(Random) ইচ্ছাশক্তি টা তিনি তখনই জানতেন যখন তিনি লিখেছেন।
এই বিষয়ের উপর বিশিষ্ট ইসলামিক স্কলারদের অনেক ভালো ভালো যুক্তি রয়েছে।ইচ্ছাশক্তি/তাকদীর নিয়ে সন্দেহ থাকলে তাদের যুক্তি দেখতে পারেন।
বিঃদ্রঃ এটা শুধুমাত্র আমার মত। ভুল হলে ধরিয়ে দিবেন।
মানুষ মাত্রই ভুল।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ