ধর্ষকের ফাসি? নাকি কোরআনের আইন?
#ধর্ষকদের_ফাঁসি_চাই
বর্তমানে দেখা যাচ্ছে ধর্ষকদের ফাঁসি চাওয়া নিয়ে নানান রকম পোস্ট/ব্যানার হচ্ছে। ধর্ষকদের ফাঁসি চেয়ে বিভিন্ন মিডিয়া থেকে গান বের হয়েছে।
ধর্ষকের শাস্তি কি ফাঁসি?
কোরআনের আইন টা কি রকম?
ব্যভিচারকারীদের যে রকম শাস্তি হবে ধর্ষকদেরও সেরকম শাস্তি হবে। সুতরাং কুরআনে কোথাও ব্যভিচারকারীদের সরাসরি মৃত্যুদণ্ড অথবা ফাঁসির কথা বলা হয় নাই।
• ধর্ষকদের বিচার দুইভাবে হবে।
প্রথমতঃ অবিবাহিতদের এক রকম বিচার।
দ্বিতীয়তঃ বিবাহিতদের এক রকম বিচার।
এখন আসি অবিবাহিতদের কেমন বিচার হবে,
◑ কুরআনে বর্ণিত আছে, "জেনাকারী ও জেনাকারিনী প্রত্যেককে ১০০ করে বেত্রাঘাত করো(অবিবাহিত হলে), বিচারকার্য সংগঠিত করতে গিয়ে যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়।
(সূরা নূর, আয়াতঃ২)
আর বিবাহিতদের সম্পর্কে হাদিস অনুযায়ী বলা যায় তাদেরকে পাথর মেরে হত্যা করা।
এখন ধর্ষক বিবাহিত হলে তাকে বিবাহিতদের শাস্তি দিতে হবে এবং যদি অবিবাহিত হয় তাহলে তাকে অবিবাহিতদের শাস্তি দিতে হবে।
এখন অবিবাহিত ধর্ষক যদি ধর্ষণের পর ধর্ষিতাকে হত্যা করে ফেলে তাহলে তার শাস্তি হবে প্রথমে ধর্ষণের শাস্তি তারপর হত্যার বিনিময়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
আর যদি সরাসরি ধর্ষকের ফাঁসি চাওয়া হয় , তাহলে হয়তো ধর্ষকের উপর অথবা ধর্ষিতার উপর ন্যায় বিচার করা হবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবশ্যই কোরআনের আইন মেনে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
যারা পেইজে লাইক দেন নাই তারা পেইজে একটি লাইক দিন।ধন্যবাদ।
পোস্টটি শেয়ার করুন।
এ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল এ যেতে পারেন।: https://www.youtube.com/channel/UCl-IyEkyd5QnHayg1hACvZA
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ