ইসলামে নারীর মর্যাদা।
(মূল্যবান কথা) ✍️
শিক্ষক:তুমি কি কোন লােহার দোকানে গিয়েছাে?
ছাত্রী:জি,
গিয়েছি।
শিক্ষক:তা কিভাবে রাখা হয়?
ছাত্রী :খােলা মেলা।
শিক্ষক:তুমি কি রুপার দোকানে গিয়েছাে?
ছাত্রী:হ্যাঁ গিয়েছি।
শিক্ষক:তা কিভাবে রাখা হয়?
ছাত্রী সংরক্ষণ করে রাখা হয়।
শিক্ষক:তুমি কি স্বর্ণের দোকানে গিয়েছাে?
ছাত্রী:জি হ্যাঁ গিয়েছি।
শিক্ষক:তা কিভাবে রাখা হয়?
ছাত্রী তা রুপার চেয়েও বেশী সংরক্ষণ করে রাখা হয়।
শিক্ষক:তুমি কি হীরার দোকানে গিয়েছাে?
ছাত্রী:হ্যাঁ গিয়েছি।
শিক্ষক:তা কেমনে রাখা হয়?
ছাত্রী:তা স্বর্ণের চেয়েও বেশী গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয়।
শিক্ষক:কেন জান?
ছাত্রী :কেননা তার দাম অত্যন্ত বেশী তাই। যেন তাতে ময়লা না
লাগে।
শিক্ষক মুচকি হেঁসে বললেন: ইসলামে মহিলাদের মান ও সম্মান
হীরার চেয়েও অনেক অনেক বেশী। তাই তুমি পর্দায় থাকবে।
ছাত্রী :সর্ট ড্রেসে সমস্যা কি স্যার?!
শিক্ষক:যারা তােমাকে সর্ট ড্রেস পরতে বলছে, তারা তােমাকে
লােহার মত ব্যবহার করতে চাচ্ছে।তারা তােমার শরীরে দাগ
দেবে, ময়লা লাগাবে, মরিচা ফেলবে। তারপর ছুড়ে ফেলে দেবে
ডাস্টবিনে।ওরা কোনদিন তােমাকে সৌন্দর্যময় হীরা ভাববে না,
বরং ভাববে ব্যবহারেরর লােহা। যা সাময়িক ব্যবহারের পর
ফেলে দেবে। তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখ, তােমার
মান সম্মান ও ভবিষ্যৎ এর কথা। মনে রাখবে এই দুনিয়াই কিন্তু
শেষ নয়, আখিরাত বলেও কিছু একটা আছে।
**পােষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
আপনাদের কমেন্ট দেখলে আমরা
ভাল ভাল পােষ্ট দিতে উৎসাহ পাই।
ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন।
(Collected)
#মোহাম্মদ_উল্লাহ
#Mohammad_Ullah
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ