Click Below

একজন বাবার কিছু উপদেশ।

চমৎকারকিছুউপদেশ,img ,nohammad ullah 

#ছেলেকে দেয়া একজন বাবার উপদেশ। 


১) কখনও কাওকে ছোট করে দেখবা না, নইলে তুমি ছোট হয়ে যাবে।।

২) জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিয়ো না, বরং জুতোটা নিজে একবার মুছে দিয়ো।। জুতো কিনতে গেলে নিজেই ট্রাইল দিয়ো।

৩) কখনও কামলা,কাজের, লোক,বুয়া বলে ডেকো না।। মনে রেখো তারাও কারওনা কারও ভাই বোন মা বাবা। তাদের ভাই আপা বলে ডেকো।

৪) পড়াশুনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারও ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫) কাওকে সাহায্য করে পিছনে ফিড়ে চেয়ো না, সে লজ্জা পেতে পারে।।

৬) সবসময় দেয়ার চেষ্টা করবা।। মনে রাখবা প্রদান কারির হাত সর্বদা উপরেই থাকে।

৭) এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে।

৮) ছেলে হয়ে জন্মাইছো, দায়িত্ব এড়িয়ে যেয়ো না।

৯) তোমার কি আছে তোমার গায়ে লিখা নেই, কিন্তু তোমার ব্যাবহারে আছে।

১০) কখনও মা কে শুনে বউকে এবং বউকে শুনে মাকে বিচারে কাঠগড়ায় দাড় করিও না।। কাওকে ফেলতে পারবে না।।

১১) যখন রাস্তায় হাটবে দেখে হাটবে, কেও পড়ে গেলো কি না।

১২) কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলেও বাসায় এক মুঠো ভাত খেয়ে যাবে।। যাতে কারও বাড়ির ভাতের অপেক্ষায় না থাকতে হয়।

১৩) কারও বাসার খাবার নিয়ে সমালোচনা করবে না, 
কেও খাবার অস্বাদ করার চেষ্টা করেনা।

১৪) বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে।

১৫) বড় হবার নয়, মানুষ হবার চেষ্টা করবা। তবেই বড় হবা

১৬) শ্বশুড় কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিয়ো যাতে তার মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৭) বাইক কখনও জোড়ে চালিও না, তাতে তোমার কলিজার কাপুনি বেড়ে যেতে না পারে কিন্তু রাস্তার পাশে থাকা মানুষটার কাপুনি বেড়ে যেতে পারে।

Mohammad Ullah

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ